দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় গভীর রাতে ভূমিধসের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে দেশটির রাজধানীর পার্শ্ববর্তী একটি ক্যাম্পসাইটে ভূমিধসের এ ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন।এছাড়া এই ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষ উদ্ধার হলেও এখনো ২০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।এদিকে জীবিতদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারী দল।শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে সেলাঙ্গর রাজ্যে ক্যাম্পিং সুবিধাসহ একটি জৈব খামারের কাছে রাস্তার পাশে ভূমিধসের এ ঘটনা ঘটে বলে রাজ্যটির দমকল ও উদ্ধার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে।এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৯২ জন গভীর রাতের এই ভূমিধসের কবলে পড়েন এবং তাদের মধ্যে ৫৯ জনকে নিরাপদে পাওয়া গেছে বলে জানা গেছে। এ ঘটনায় ১৬ জন নিহত হওয়া ছাড়াও ৮ জনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।সেলাঙ্গর রাজ্য দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস বলেছেন, আনুমানিক ৩০ মিটার (১০০ ফুট) উচ্চতা থেকে ভূমিধসের এ ঘটনা ঘটে এবং এর ব্যাপ্তি ছিল প্রায় এক একর এলাকাজুড়ে।স্বাস্থ্যমন্ত্রী জালিহা মুস্তফা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে একজন গর্ভবতী, অন্যদের ছোটখাটো কাটা থেকে শুরু করে মেরুদণ্ডে আঘাত রয়েছে।