অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ঘোষণা দিয়েছে হামাস। সংগঠনের প্রবাসী জাতীয় সম্পর্ক বিভাগের প্রধান আলী বারাকা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্র দখলদার ইসরাইলের যেকোনো স্থান আঘাত হানার ক্ষমতা রাখে।গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন। হামাস প্রতিষ্ঠার ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় যেখানে অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।আলী বারাকা বলেন, বিশ্ববাসী এ দৃশ্য প্রত্যক্ষ করেছে যে, ২০২১ সালে হামাসের নিক্ষিপ্ত ‘আইয়াশ’ ক্ষেপণাস্ত্র ২৫০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে লোহিত সাগরের তীরে অবস্থিত ইসরাইলের এইলাত শহরের র্যামন বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে। গাজা উপত্যকা থেকে ইসরাইলের সবচেয়ে দূরবর্তী শহর এইলাত।হামাসের এই কর্মকর্তা বলেন, এর অর্থ হচ্ছে গোটা ইসরাইল এখন হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।হামাস ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ের লড়াই চালিয়ে যাবে জানিয়ে আলী বারাকা বলেন, ফিলিস্তিন হচ্ছে আরব ফিলিস্তিনি জনগণের মাতৃভূমি এবং ইসরাইলি জবরদখল থেকে এটি মুক্ত করা ইসলামি দায়িত্ব। তিনি গাজা উপত্যকার ওপর থেকে ইসরাইলি অবরোধ পুরোপুরি প্রত্যাহার করার আহ্বান জানান এবং ফিলিস্তিনি জনগণ ও তাদের সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সূত্র: পার্সটুডে
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2025 Ajkerpost. All rights reserved.