কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকতে আবারো ভেসে এসেছে অলিভ রিডলে প্রজাতির একটি সামুদ্রিক মৃত কচ্ছপ। এটির ওজন প্রায় ৪০ কেজি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন ও জেলেরা।গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী সমুদ্রসৈকত এলাকার বালুচরে রক্তাক্ত মৃত কচ্ছপটি ভেসে আসে।বাহারছড়া শামলাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মঞ্জুর বলেন, ভেসে আসা মৃত কচ্ছপটি রক্তাক্ত ও আহত ছিল। শরীরের পাশাপাশি মুখেও আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েক ঘণ্টা আগে গভীর সাগরে মাছ ধরার ট্রলার বা ট্রলিং জাহাজের জালে আটকা পড়লে জেলেরা এটিকে পিটিয়ে হত্যা করেছেন। পরে জোয়ারে উপকূলে ভেসে আসে কচ্ছপটি।এর আগে ৬ ডিসেম্বর বাহারছড়া সৈকতে ৩০ কেজি ওজনের মৃত অলিভ রিডলে কচ্ছপ ভেসে এসেছিল।এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, শীতের শুরুতে সমুদ্রসৈকতে একের পর এক বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণীর মৃতদেহ ভেসে আসছে। কিছুদিন আগেও সমুদ্রসৈকতে ভেসে এসেছিল জেলিফিশ। এর কিছুদিন পর ৬ ডিসেম্বর শামলাপুর সৈকতে আরো একটি মৃত কচ্ছপ ভেসে এসেছিল। বিষয়টি নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের গবেষকেরা গবেষণা করছেন। সামুদ্রিক সম্পদ রক্ষায় জেলেদের সচেতন করতে এলাকায় এলাকায় উঠান বৈঠক ও প্রচারণা চালানো হচ্ছে। প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট আইইউসিএন অলিভ রিডলে কচ্ছপকে ‘সংকটাপন্ন’ প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে।দেলোয়ার হোসেন আরো বলেন, সাগরসংলগ্ন এলাকার মাছ ধরা জেলেদের নিয়ে আমরা গত সপ্তাহে একটি সচেতনতামূলক সভা করেছি। জেলেদের বুঝিয়েছি, জালে কচ্ছপসহ সামুদ্রিক প্রাণী আটকা পড়লে, তা যেন যত্নসহকারে পানিতে ছেড়ে দেওয়া হয়।