মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

কটিয়াদীতে সৈয়দ আশরাফের ম্যুরাল উদ্বোধন

সোহেল মিয়া, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৪৪ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জের কটিয়াদীতে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ও তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজের নতুন ভবন উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।রোববার (২৫ডিসেম্বর) বিকালে ম্যুরাল ও ভবনটির উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজ।ম্যুরাল ও ভবন উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা ও তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজের সভাপতি মঈনুজ্জামান অপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ, সাবেক আইজিপি নূর মোহাম্মদ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান,কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ,পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নান,কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান।এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ও কটিয়াদী কলেজের সাবেক ভিপি ছিদ্দিকুর রহমান ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ এবং ‘পরিকল্পিত কিশোরগঞ্জ’-এর সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী শরিফুল ইসলাম শরীফ।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD