জামালপুরের বকশীগঞ্জে মডেল প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বের) লাউচাপড়া বিনোদন কেন্দ্রে বনভোজনে বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাবেক হিন্দু কল্যান পরিষদের সাবেক সভাপতি রমেশ কর্মকার, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহিন আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা এসময় আরো উপস্থিত ছিলেন বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল, ব্যবসারি খোকন আকন্দ, সাংবাদিক রাশেদুল ইসলাম রনিসসহ অনেকে।বনভোজন শেষে অতিথি ও সাংবাদিকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।অনুষ্ঠান সঞ্চালনা করেন বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মোজাহিদ বাবু।