রাশিয়ার জাহাজ নির্মাণকারী কারখানার প্রধান আলেক্সান্ডার বুজাকোভ মারা গেছেন।গতকাল শনিবার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে শিপইয়ার্ড কর্তৃপক্ষ এ মৃত্যুর কথা নিশ্চিত করে।আজ রবিবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।তবে কর্তৃপক্ষ বুজাকোভের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানায়নি।শিপইয়ার্ড কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, বুজাকোভ শিপিইয়ার্ডটি যাতে অত্যাধুনিক সাবমেরিন, সামরিক জাহাজ ও গভীর সমুদ্রে চলাচলকারী জাহাজ তৈরির ক্ষমতা ধরে রাখতে পারে ও উৎপাদনসংখ্যা বৃদ্ধি করতে পারে, সে উদ্দেশ্যে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছেন।তারা আরো জানায়, বুজাকোভ ১৯৮০ সালে স্নাতক সম্পন্ন করেন। জাহাজনির্মাণ সম্পর্কে তার ৪০ বছরেরও বেশি অভিজ্ঞতা ছিল।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজস্ব শহর সেন্ট পিটার্সবার্গের পূর্ব বন্দরে শিপইয়ার্ডটি অবস্থিত। এটি সাবমেরির তৈরির জন্য এটি আলাদাভাবে বিখ্যাত। এখানে মূলত অপারমাণবিক সাবমেরিন তৈরি করা হয়।রাশিয়ার সরকারি বার্তাসংস্থা তাস নিউজ জানায়, অ্যাডমাইরেল্টি শিপইয়ার্ডে উন্নত কিলো-ক্লাস ডিজেলচালিত সামবেরিন তৈরি করা হচ্ছে। যেটি কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম।