রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ও ভালুকগাছি দুই ইউনিয়ন পরিষদে পূর্বে তফসিল ঘোষণা অনুযায়ী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এ দুই ইউনিয়ন পরিষদে।বর্তমানে ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়নের হাটবাজার, মাঠে ও বিভিন্ন মোড়ে চলছে এ নিয়ে আলোচনা-সমালোচনা। কে হচ্ছে আগামী মেয়াদে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান।পুঠিয়া নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়,শিলমাড়িয়া ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী এবারের ভোট প্রতিদ্বন্দীতা করছেন। এরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাজ্জাদ হোসেন মুকুল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আবু হায়াত মো.আসাদুজ্জামান (চশমা), স্বতন্ত্র প্রার্থী আলী আজগর (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম (মোটরসাইকেল) এবং স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান (আনারস)।এবং ভালুকগাছি ইউনিয়নের ৭ জন চেয়ারম্যান প্রার্থী এবারের ভোট প্রতিদ্বন্দীতা করছেন। এরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জিল্লুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী একরামুল হক (আনারস), জাতীয় পার্টির আসিফ উজ জামান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম (টেবিল ফ্যান), স্বতন্ত্র প্রার্থী নাজমুল গনি (পিন্টু) (চশমা), স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান (সুলতান) (মোটরসাইকেল) এবং স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহামন (ঘোড়া)।এ ব্যাপারে পুঠিয়া উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদিন জানান, এ বারের নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীরা নির্বিগ্নে তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী ২৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানান এ কর্মকর্তা। তিনি আরও জানান, প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে ইভিএম মেশিনসহ সকল সরঞ্জাম পৌছে গেছে।জয়ের মালা কার গলায় আসে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল ভোট গণনার শেষ মুহূর্ত পর্যন্ত।