শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

হিজাব ছাড়াই দাবা প্রতিযোগিতায় ইরানি তরুণী

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে /

ইরানজুড়ে চলছে হিজাব বিরোধী আন্দোলন। দেশটিতে নারীদের হিজাব পরিধান নিয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে সম্প্রীতি। এর মধ্যেই দেশটির এক নারী দাবাড়ু আন্তর্জাতিক একটি দাবা টুর্নামেন্টে হিজাব ছাড়াই অংশ নিয়েছেন।দেশটির স্থানীয় দুটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।গত সোমবার (২৬ ডিসেম্বর) দেশটির সংবাদমাধ্যম খবরভারজেশি ও এতেমাদ জানায়, কাজাখস্তানের আলমাতায় এফআইডিই ওয়ার্ল্ড র‍্যাপিড অ্যান্ড ব্লিৎজ চেস চ্যাম্পিয়নশিপে হিজাব ছাড়াই অংশ নেন সারা খাদেম নামের ওই দাবাড়ু। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে টুর্নামেন্টে সারাকে হিজাব ছাড়া দেখা যায়। খবরভারজেশি অবশ্য সারার হিজাব পরা ছবিও প্রকাশ করেছে। তবে সেটি ওই টুর্নামেন্টেই তোলা ছবি কি-না সে বিষয়ে কিছু বলা হয়নি।তবে টুর্নামেন্ট কিংবা প্রকাশিত খবরের বিষয়ে সারার ইনস্টাগ্রামে কিছু বলা নেই। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে সারাকে বার্তা পাঠানো হলেও তিনি সে বিষয়ে মন্তব্য করেননি।আন্তর্জাতিক দাবা ফেডারেশনের ওয়েবসাইট অনুযায়ী, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সারার অবস্থান ৮০৪তম। ২৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলমান এফআইডিই ওয়ার্ল্ড র‍্যাপিড অ্যান্ড ব্লিৎজ চেস চ্যাম্পিয়নশিপে তাকে একজন প্রতিযোগী হিসেবে ওয়েবসাইটে তালিকাভুক্ত দেখানো হয়েছে।উল্লেখ্য, ইরানের কঠোর পোশাকবিধিতে নারীদের মাথা ঢেকে চলা বাধ্যতামূলক।কঠোর পোশাকবিধি অমান্য করায় গ্রেপ্তার করা হয় ২২ বছর বয়সী কুর্দি নারী মাহশা আমিনিকে। গ্রেপ্তারের পর ১৬ সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর থেকে দেশটির পোশাকবিধির বিরোধিতা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইরানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। বিক্ষোভে দেশটিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। ঘটেছে মৃত্যুদণ্ড দেওয়ার মতো ঘটনা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD