রাজশাহী পুটিয়ায় সংবাদ প্রকাশের পর নাটোরের মেয়ে সোহাগীকে পাওয়া গেল রংপুর থেকে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) ঢাকার সাভারের বাসা থেকে হারিয়ে যায় নাটোরের কাফুরিয়াইমরানের পাইকপাড়া এলাকার সোহাগী খাতুন (১৫) নামের এক কিশোরী গৃহবধূ।জানা যায় যে, নাটোরের কাফুরিয়া এলাকার সোহাগী খাতুন পরিবারের সাথে স্বামীকে নিয়ে ঢাকায় থাকতেন। হঠাৎ গত ২০ ডিসেম্বর স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায়, কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে রংপুরে চলে যায়। পরে বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে রাজশাহী পুটিয়ার স্থানীয় সাংবাদিক আতিক ও ইমামের সহায়তা নিয়ে ছবি সহ খবর প্রকাশ করার পর রংপুর এলাকার মানুষের নজরে এলে খবরের মধ্যে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। মেয়েটিকে ফিরে পেয়ে পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনরা সাংবাদিক আতিক ও ইমামের নিউজ প্রকাশের মাধ্যমে ফিরিয়ে পাওয়ায় ধন্যবাদ জানিয়েছেন আতিক ইমামসহ সকল শ্রেণীর সাংবাদিকদের।হারিয়ে যাওয়া সোহাগীর মা বলেন, আমার মেয়েকে হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। আমার এলাকার যেসব সাংবাদিক আমাকে সাহায্য করেছে এবং প্রশাসনের লোকদেরকে মন থেকে ভালোবাসা ও ধন্যবাদ জানাই। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2025 Ajkerpost. All rights reserved.