বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন

বছরের শুরুতেই নতুন জীবনে পা রাখবেন সিদ্ধার্থ-কিয়ারা

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে /

বছর জুড়েই আলোচনায় ছিলেন কিয়ারা। ২০২২ সালে তার একের পর এক সিনেমা মুক্তি পেয়েছে। বছর শেষে এসেছে ‘গোবিন্দ নাম মেরা’। নতুন বছরের শুরুতেও ভরা ইনিংস। এ বার নতুন জীবনে পা রাখবেন অভিনেত্রী।কয়েক বছর ধরেই প্রেম চলছিল সিদ্ধার্থ-কিয়ারার। তাদের একসাথে দেখা যেত সব জায়গায়। প্রেম করছেন কি না জিজ্ঞেস করলেই হেসে উড়িয়ে বলতেন, না না, আমরা স্রেফ ভালো বন্ধু। তবে শেষ পর্যন্ত ফাঁকি দিতে পারেননি তারকারা। নতুন বছরের শুরুতেই নাকি বিয়ের সানাই বাজবে সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানির। আগে জানা গিয়েছিল, ২০২৩ সালের এপ্রিলের মধ্যেই গাঁটছড়া বাঁধবেন সিদ্ধার্থ-কিয়ারা। তবে বিয়ের স্থান বাছা চলছিল অনেক আগে থেকেই। তখনই সন্দেহ জেগেছিল অনুরাগীদের, বিয়ে তাহলে আগেই! অত দেরিতে নয়। দেখা গেল সেই অনুমানই সত্যি। এপ্রিল নয়, ফেব্রুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়বেন দুই তারকা।শোনা যাচ্ছে, চার হাত এক হবে ফেব্রুয়ারির ৬ তারিখে। যদিও এ নিয়ে এখনও সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানির পরিবার কিছুই জানায়নি। বিয়ে হবে রাজস্থানের জয়সলমেরে। প্রাসাদের মতো বিলাসবহুল হোটেল জয়সলমের প্যালেসে বিয়ের অনুষ্ঠান হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD