ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা শৌজালিয়া ইউনিয়ন মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ মাঠে এই অনুষ্ঠানটি উদযাপন করা হয়।
শৌজালিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মোঃ মিজানুর রহমান বশির এর সভাপতিত্ত্বে ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আহমদ।এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ঝালকাঠি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তরুণ কুমার কর্মকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ এমাদুল হক মনির, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, এস এম ফয়জুল আলম সিদ্দিকী ফিরোজ, মোঃ আসিকুর রহমান দিপু লঙ্কার, আমিরুল ইসলাম ফোরকান সিকদার, মাহমুদুল হক নাইস শিকদার, মোঃ মিঠু সিকদার, বাবু শিশির দাস, মেহেদী হাসান, মাইদুল ইসলাম লিটন।বক্তারা বলেন,পৃথিবীর প্রায় সব স্বাধীন দেশেরই আছে স্বাধীনতা দিবস। কিন্তু বিজয় দিবস নামে বিশেষ বৈশিষ্ট্য চিহ্নিত এবং বিপুল গৌরবমণ্ডিত দিন সব জাতির ইতিহাসে নেই। সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে স্বাধীনতা ঘোষণার পর সফলভাবে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জনও সব জাতিকে করতে হয়নি। বাঙালি জাতি সেই অনন্য সাধারণ কাজটি করেছে বলেই তাদের কাছে বিজয় দিবসের তাৎপর্য ও ব্যঞ্জনা অপরিসীম। ভালো মন্দ কিছু স্মৃতি মধ্যে দিয়ে শেষ হয়ে গেলো ২০২২ সাল। শুরু হলো এক নতুন কাউন্টডাউন। একদিকে যেমন সারা বিশ্ব এখন মনে কিছু নতুন স্বপ্ন ও লক্ষ্য নিয়ে ২০২২ সালকে বিদায় জানিয়ে ২০২৩ সালকে স্বাগত জানাচ্ছে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুস ছোমেদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আকিজুল ইসলাম মঞ্জিল।