আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হটানোর জন্য অতি বাম, অতি ডান মিলে মিশে একাকার হয়েছে। তাদের লক্ষ্য একটাই- হটাও শেখ হাসিনা। তারা ৩৩ দল এক হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও অতি বাম ও অতি ডান দলের অনেকের অবস্থা শূন্য। শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে যোগফল হয় শূন্য। ঢাল নেই তলোয়ার নেই তারা নিধিরাম সরদার।আজ শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর নিজ বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে ফেনী গার্লস ক্যাডেট কলেজ চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব বলেন।তিনি বলেন, আন্দোলনের নামে মাঠে সংঘাত করে লাভ নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে। নির্বাচনে সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না। তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনী তখন তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে কাজ করবে। আন্দোলনের নামে দেশের ক্ষতি করার দরকার কী? তত্ত্বাবধায়ক সরকার পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোথাও নেই।তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের উস্কানিমূলক অপতৎপরতা, সরকার পতনের দিবা স্বপ্ন সফল হবে না। আমরা বিশ্বাস করি তারা নির্বাচনে আসবে। সব নিবন্ধিত দলকে আমরা স্বাগত জানাই শেষ পর্যন্ত সবাই নির্বাচনে আসবে।বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারির নির্বাচন ব্যবস্থা তারাই ধ্বংস করেছে। এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার করেছিল। বিরোধীদের আন্দোলন মোকাবেলায়।আওয়ামী লীগের নেতাকর্মীরও সক্রিয়ভাবে মাঠে থাকবে। জামায়াত আন্দোলনের নামে সহিংসতা করলে আইন প্রয়োগকারী সংস্থা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।