মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

কফির কাপে চুমুকের ভিডিওতে নুহাশ

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ১৩১ বার পড়া হয়েছে /

সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার মধ্যেই নুহাশকে দেখা গেছে নতুন টিকটক ভিডিওতে। হাতে ছিল এই মুহূর্তের অতি আলোচিত কফির কাপও।ডেটিং অ্যাপ বাম্বলে নুহাশ হুমায়ূন এক তরুণীকে ‘কফির আমন্ত্রণ’ জানানো নিয়ে রোববার সন্ধ্যা থেকে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম।নবীন নির্মাতা নুহাশের সঙ্গে তরুণীর আলাপচারিতার স্ক্রিনশট ছড়িয়েছে ফেসবুকে। দাবি করা হচ্ছে, এর মাধ্যমে নুহাশ ‘এক্সপোজড’ হয়েছেন। তরুণীকে উদ্দেশ করে নুহাশের বলা ‘কফি খাবা’ ঘুরছে নেট দুনিয়ায়।এ ধরনের আলোচনার স্ক্রিনশট প্রকাশের সমালোচনাও চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘনের অভিযোগও তুলছেন অনেকে।এসব আলোচনা-সমালোচনার মধ্যেই নুহাশকে দেখা গেছে টিকটক ভিডিওতে। হাতে ছিল এই মুহূর্তের অতি আলোচিত কফির কাপও।ভিডিওতে নুহাশের সঙ্গে ছিলেন তার দুই বন্ধু। একজন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবং অন্যজন সংগীতশিল্পী প্রীতম হাসান।রোববার রাত পৌনে ১২টায় প্রকাশিত এই ভিডিওতে নুহাশের হাতে ছিল ধূমায়িত কফির মগ, প্রীতমের হাতে সফট ড্রিংকসের ক্যান। তাদের সমানে সুনেরাহর মুখভঙ্গীতে প্রশ্নবোধক অভিব্যক্তি।ভিডিওতে ব্যবহার করা হয়েছে প্রীতমের গাওয়া ‘খোকা’ গানের দুটি লাইন- ‘আমার বন্ধু জানে সবই/কার সাথে খাও কফি।’ভিডিওটি সুনেরাহর ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। সোমবার রাত ১০টা পর্যন্ত ভিডিওটি ৭ হাজার বারের বেশি শেয়ার হয়েছে, এতে রিয়্যাকশন দিয়েছেন ৩০ হাজার ফেসবুক ব্যবহারকারী।একই পেজ থেকে একই সময়ে নুহাশের জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে এবং পোস্ট করা হয়েছে ছবি। সেই ছবিতে পাওয়া গেছে নুহাশ, প্রীতম ও সুনেরাহকে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD