রাজশাহীর পুঠিয়া উপজেলার দুই জ্বালানি তেল পাম্পে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত জরিমানা আদায় করেছে।মঙ্গলবার (৩জানুয়ারী) দুপুর সাড়ে ১২ দিকে ভোক্তা অধিকার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।জানা যায়, উপজেলার প্রিয়া ফিলিং স্টেশন এবং খান ফিলিং স্টেশন নামে দু'টি ফিলিং স্টেশনে তেল কম দেওয়া হচ্ছে এমন খবরের প্রেক্ষিতে আরাফাত আমান আজিজ পুঠিয়া উপজেলা কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় উক্ত দুই ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার বিষয়টি প্রমাণ পায় মোবাইল কোর্ট পরিচালনাকারীরা। উপজেলার প্রিয়া ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার (পেট্রোল)জ্বালানি তেলে ৭০ মিলিগ্রাম জ্বালানি তেল কম দেওয়া হচ্ছিল। তাই প্রিয়া ফিলিং স্টেশন কে দশ হাজার টাকা অর্থদণ্ড দেয় এই মোবাইল কোর্ট।পরে খান ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটারে ৮০ মিলি গ্রাম ডিজেল কম দেওয়ার বিষয়টি ধরে ফেলে মোবাইল কোর্ট। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয় খান ফিলিং স্টেশনকে।মোবাইল কোড পরিচালনার সময় উপস্থিত ছিলেন, বিএসটিআই এর পরিদর্শক মোঃ আবুল কায়েম, ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত আমান আজিজ উপজেলা (ভূমি) কমিশনার।মোবাইল কোর্ট পরিচালনা শেষে আরাফাত আমান আজিজ উপজেলা (ভূমি) কমিশনার তিনি বলেন, আমাদের এই অভিযান নিয়মিত অভিযান। যা প্রতিনিয়ত চলমান, আর এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এখানে দুটি প্রতিষ্ঠানের তেল কম দেওয়ার বিষয়ে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2025 Ajkerpost. All rights reserved.