ভারতের রাজধানী দিল্লিতে হাড় কাঁপানো বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাপমাত্রা কমতে কমতে হিমাঙ্কের কাছাকাছি চলে এসেছে। এমন পরিস্থিতিতে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এ মহানগরীর সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। খবর-ইন্ডিয়া টুডে।এনডিটিভি জানিয়েছে, দিল্লির বেসরকারি স্কুলগুলোয় গতকাল রবিবার (৮ জানুয়ারি) শেষ হয়েছে শীতকালীন ছুটি। আজ সোমবার থেকে স্কুলগুলো খোলার কথা ছিল।এরই মধ্যে দিল্লির শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান শৈত্যপ্রবাহের কারণে ১৫ জানুয়ারি পর্যন্ত সব বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।কদিন ধরেই দিল্লিসহ এর আশপাশের এলাকার তাপমাত্রা কমছিল। তবে গতকাল রবিবার শীতের প্রকোপ ছিল সবচেয়ে বেশি। সকালে দিল্লির তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা গত ১০ বছরে মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে, ২০২১ সালের রাজধানীর তাপমাত্রা ছিল ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।ভারতের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, দিল্লির মতো পুরো ভারতের অবস্থা অনেকটা একই। কয়েক দিন ধরে কুয়াশার কবলে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানসহ বিভিন্ন রাজ্য। উত্তর ভারতের কিছু অংশে শৈত্যপ্রবাহ বইছে।এছাড়া আজ সোমবারও উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ ও ঠান্ডা আবহাওয়া পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।হাড় কাঁপানো ঠাণ্ডার সঙ্গে ঘন কুয়াশায় দিল্লির বাতাসের মানও অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে। গতকাল রবিবার রাজধানীর বাতাসের মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ৩৫৯, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।