বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

মিডিয়া অফিসার নেবে ওয়াসা, বেতন ১ লাখ টাকা

অনলাইন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৩৬১ বার পড়া হয়েছে /

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)। প্রতিষ্ঠানটি মিডিয়া অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: চিফ মিডিয়া অফিসার

পদ সংখ্যা: ১।

যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতায় অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে সকল স্তরে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। স্বনামধন্য পত্রিকা বা ইলেকট্রনিক নিউজ চ্যানেলের সিনিয়র পর্যায়ের সাংবাদিক হিসেবে কাজের অভিজ্ঞতা অথবা জাতীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয় প্রেসক্লাবের সদস্যসহ সিনিয়র পর্যায়ের মিডিয়া ব্যক্তিত্বকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে যোগ্যতা ও শর্তসমূহ শিথিলযোগ্য।

বয়সসীমা: ২৯ জানুয়ারি, ২০২৩ তারিখে প্রার্থীর বয়স ৪৫ বছরের বেশি হতে হবে।
বেতন: ১০০,০০০ টাকা।

পদের নাম: মিডিয়া অফিসার

পদ সংখ্যা: ১।

যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতায় অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে সকল স্তরে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। স্বনামধন্য পত্রিকা বা ইলেকট্রনিক নিউজ চ্যানেলের সাংবাদিক হিসেবে কাজের অভিজ্ঞতা অথবা জাতীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয় প্রেসক্লাবের সদস্যসহ ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে যোগ্যতা ও শর্তসমূহ শিথিলযোগ্য।

বয়সসীমা: ২৯ জানুয়ারি, ২০২৩ তারিখে প্রার্থীর বয়স ৩২ বছরের বেশি হতে হবে।

বেতন: ৫০,০০০ টাকা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD