চলতি বছরে টানা ১০ দিন করানোয় মৃত্যশূন্য দিন পার হওয়ার পর অনেকের মনে স্বস্তির নিঃশ্বাস বিরাজ করছিল। তবে স্বস্তির নিঃশ্বাস বেশি সময় স্থায়ী হলো না। গত ২৪ ঘণ্টায় দেশে করেনায় আক্রান্ত শনাক্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ২২ জন।আজ বুধবার (১১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দুই হাজার ৩১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য থেকে নতুন ওই ২২ জন রোগী শনাক্ত হয়েছেন। এতে দিনে শনাক্তের হার বেড়ে হয়েছে ০ দশমিক ৯৫ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৫৬ শতাংশ ছিল।এর আগে বছরের প্রথম দিন একজন কোভিড রোগীর মৃত্যুর খবর এসেছিল। তারপর টানা ১০ দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন কারো মৃত্যু হয়নি।১০ দিন পর একজনের মৃত্যুতে করোনা মহামারিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২৯ হাজার ৪৪১ জনে দাঁড়াল। আর নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৩২৭ জন হল।গত ২৪ ঘণ্টায় ১৩৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৮ হাজার ৯৮৫ জন।উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।