কিশোরগঞ্জের নিকলীতে মোঃ দুলাল মিয়া (৫০) নামে মাদক কারবারি কে গাঁজাসহ গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ ডিবি পুলিশ। জানা যায়, বুধবার দুপুর ১২ টায় কিশোরগঞ্জ ডিবি পুলিশ সংঙ্গী ফোর্সের সহযোগিতায় ঘটনাস্থল সিংপুর ইউনিয়নের গোড়াদিঘা গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মাদক কারবারি নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের গোড়াদিঘা গ্রামের জাহের আলীর ছেলে দুলাল মিয়া। নিকলী থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনা সত্যতা নিশ্চিত করেন। বুধবার দুপুরে নিকলী থানার পুলিশ দুলাল মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।