কেজিপ্রতি ৫৬ টাকা দুই পয়সা দরে ভারত থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কিনবে বাংলাদেশ। এতে মোট খরচ হবে ৭০ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকা। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য আন্তর্জাতিক ক্রয় পদ্ধতিতে এসব চিনি কেনা হবে বলে জানা গেছে।আজ বুধবার (১১ জানুয়ারি) মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, কলকাতার শ্রীনোভা ইস্পাত প্রাইভেট লিমিটেড থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কিনবে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের জন্য এই চিনি কেনা হবে।