রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দুই পর্বে হতে যাওয়া এই ধর্মীয় জমায়েতের প্রথম পর্ব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১৩ জানুয়ারি), যা চলবে টানা তিন দিন। ইজতেমার তিন দিনব্যাপী দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ২০ জানুয়ারি।গতকাল বুধবার (১১ জানুয়ারি) এক সতর্ক বিজ্ঞপ্তিতে ঢাকা এবং এর আশপাশের এলাকায় ভ্রমণ পর্যালোচনার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়েছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখো মানুষের এই জমায়েতের সময় যানবাহন চলাচলে বেশ প্রভাব ফেলবে। বড় সড়কের অনেকগুলোতেই যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।এই দিনগুলোয় ঢাকা ও আশপাশের এলাকায় ভ্রমণের কর্মসূচি থাকলে তা পুনর্বিবেচনার জন্য অনুরোধ করে ট্রানজিট যাত্রীদের অতিরিক্ত সময় নিয়ে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।বিমানবন্দরমুখী উড়োজাহাজের যাত্রীদের টিকিট সঙ্গে রাখতে বলা হয়েছে, যাতে প্রয়োজনে পুলিশ চেকপোস্টে দেখানো যেতে পারে।এছাড়াও চলাচলের পথে বড় সমাবেশ, প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি হতে দেখলে বাড়তি সতর্কতা মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।পাশাপাশি ইজতেমার দিনগুলোতে দূতাবাসের স্বাভাবিক কাজকর্ম চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2025 Ajkerpost. All rights reserved.