রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

ঘুরতে গিয়ে স্ত্রীর বিরুদ্ধে জিডি করলেন আরজে কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে /

কক্সবাজার সদর মডেল থানায় স্ত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় রেডিও জকি (আরজে) ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সদর থানায় গিয়ে তিনি জিডিটি করেন।বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. রফিকুল ইসলাম। তবে ঠিক কি ঘটনায় জিডিটি করেছেন তা বলেননি ওসি।বিভিন্ন সূত্রে জানা গেছে, বুধবার সস্ত্রীক কক্সবাজার বেড়াতে আসেন কিবরিয়া। কক্সবাজারের সাইমন হোটেলে ওঠেন তারা। বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়। এর জেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেন কিবরিয়া। পরে এ ঘটনায় সদর থানায় জিডিটি করেন তিনি।এ বিষয়ে আরজে কিবরিয়ার মোবাইল নম্বরে কল দেওয়া হলেও সংযোগ পাওয়া যায়নি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD