চলতি বছরের শেষ দিকে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস। ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।গতকাল বুধবার (১১ জানুয়ারি) ব্যবসাভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে গোল্ডম্যান স্যাকসের কম্মোডিটিজ প্রধান জেফ কুরি বলেন, এই বছর শেষ হওয়ার আগেই ব্যারেলপ্রতি তেলের মূল্য ১০০ ডলার ছাড়াতে পারে।২০২৩ সালে আবার খেল দেখাবে কী? জবাবে কুরি বলেন, সেটি হচ্ছে জ্বালানি তেল। অলস হয়ে বসে থাকবে কী? প্রতিউত্তরে তিনি বলেন, প্লেন, ট্রেন ও গাড়ি। ফের তেলের চাহিদা বাড়তে যাচ্ছে নিশ্চিত।বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল ব্যবহারকারী চীন। সম্প্রতি করোনা বিধিনিষেধ শিথিল করেছে দেশটি। ফলে সেখানে জ্বালানি পণ্যটির চাহিদা বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।কুরি বলেন, আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দাম ১১০ ডলারে পৌঁছতে পারে। চীন ও এশিয়ার বৃহত্তম অর্থনীতিগুলো পুরোপুরি কোভিড-১০ বিধিনিষেধ তুলে নিলে তা এই পর্যায়ে পৌঁছবে।কুরির মন্তব্যের পর থেকেই বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ব্রেন্টের মূল্য বৃদ্ধি পেয়েছে ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি ব্যারেলের দর স্থির হয়েছে ৮৩ ডলার ১৭ সেন্টে।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ঊর্ধ্বমুখী হয়েছে ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ। ব্যারেলপ্রতি যার মূল্য নিষ্পত্তি হয়েছে ৭৭ ডলার ৯১ সেন্টে।আগের দিন বুধবার (১১ জানুয়ারি) উভয় বেঞ্চমার্ক ৩ শতাংশ বেড়েছে। গত ৩০ ডিসেম্বরের পর যা সর্বোচ্চ।