শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে /

জাতীয় সংসদে উপনেতার দায়িত্ব পাচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। গতকাল বুধবার (১১ জানুয়ারি) বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ক্ষমতাসীন দলটির সংসদীয় কমিটির একাধিক সদস্য।জানা যায়, যে কোনো সময় এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এর আগে, আওয়ামী লীগ সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য সদ্যপ্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরী সংসদ উপনেতার দায়িত্বে ছিলেন।সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপনেতা হিসেবে এবারও নারী নেত্রীকে প্রাধান্য দিতে চান। সেই বিবেচনায় সংসদ উপনেতা হিসেবে শেরপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মতিয়া চৌধুরীর নামই ঘুরেফিরে সামনে আসছে।এর আগে, গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বেগম রোকেয়া পদক ২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রসঙ্গক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘একজন নারীকেই সংসদ উপনেতা করব।’প্রসঙ্গত, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, এর আগে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ খ্যাত এই নারী নেত্রী ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে আইয়ুব বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে ন্যাপের রাজনীতিতে জড়িয়ে গেলেও, এক সংকটকালীন সময়ে আওয়ামী লীগে যোগ দেন বেগম মতিয়া চৌধুরী।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD