মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগের যৌথ সভা আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে /

আগামীকাল শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথসভা। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই যৌথ সভা অনুষ্ঠিত হবে। একাধিক সূত্রে এমনই তথ্য পাওয়া গেছে।এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যৌথ সভায় সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা হবে বলে জানান দলের একাধিক নেতা।এর আগে গত শনিবার ৭ জানুয়ারি আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেদিন বেলা ২টায় এ যৌথ সভায় অংশগ্রহণ করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা । এ সভায় সভাপতিত্ব করেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।এর আগে সেদিন দুপুর ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান মন্ত্রীসহ সেখানে উপস্থিত আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতারা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD