মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন

‘খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে /

করোনা মহামারি পরবর্তী পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের অর্থনীতিও আজ টালমাটাল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বিশ্বব্যাপী সারসহ সব ধরনের পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে প্রতিটি পদক্ষেপ সাবধানে অতিক্রম করতে হবে। তাই দেশে আগামী দিনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নরসিংদী জেলার শিবপুরে সরকারি শহীদ আসাদ কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব সব কথা বলেন শিল্পমন্ত্রী।শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শফিউল কাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল হক ভূঁইয়া মোহন এমপি, ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান প্রমুখ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD