শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি আশুলিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭টি গাছের চারা রোপণ অটিজম শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন জাতিসংঘের ৭৮তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক গেলেন মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ব্যাংকার স্বামীর বিরুদ্ধে প্রকল্প হস্তান্তর: গ্রাহকদের প্রশংসায় ভাসল ‘রূপায়ণ হাউজিং এস্টেট’ আশুলিয়ায় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের চেতনার আলো ছড়িয়ে দিচ্ছে হাফিজ নাজনীন ফাউন্ডেশন আ.লীগের বডি ল্যাঙ্গুয়েজ সন্ত্রাসীদের মতো: ফখরুল

ডেস্কটপ-ল্যাপটপে যেভাবে করবেন ভয়েস টাইপিং

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

দীর্ঘ মেসেজ বা জরুরি কোনো কিছু হার্ড কপি বা বই দেখে টাইপিং করা খুবই কঠিন ও সময়সাপেক্ষ বটে। যাদের টাইপিং স্লো, তাদের পোহাতে হয় নানান ঝামেলা। সময় মতো কাজ শেষ করতে পারেন না। স্মার্টফোনে খুব সহজেই গুগলের অ্যাসিস্ট্যান্টের সাহায্যে ভয়েস টাইপিং করতে পারেন।এই সুবিধা এখন পাবেন ডেস্কটপ এবং ল্যাপটপেও। কি-বোর্ডের সঙ্গে আপনার যুদ্ধের সমাপ্তি। খুব সহজেই কাজটি করতে পারবেন। এখন ভয়েস টাইপিংয়ের মাধ্যমে ঘণ্টার কাজ মিনিটেই করা যাবে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।স্মার্টফোনে গুগল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে যেভাবে যে কোনো কিছু টাইপ করেন, ঠিক একইভাবে ল্যাপটপে বা ডেস্কটপে ভয়েস টাইপিং করতে পারবেন।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-

১.ল্যাপটপ বা ডেস্কটপে ভয়েস টাইপিং করতে প্রথমেই গুগল ক্রোম ব্রাউজার খুলুন।

২.এরপর সার্চ করুন গুগল ডকস এবং লগইন করুন।

৩.এরপর ক্রিয়েট বাটনে ক্লিক করে এগিয়ে যান।

৪.ভয়েস টাইপিং অবশন বেছে নিন কিংবা একই সঙ্গে ctrl+shift+s বোতাম চাপুন।

৫.আপনি ভয়েস টাইপিং শুরু করতে প্রস্তুত হন, তখন বাম মার্জিনে মাইক্রোফোন আইকনে ক্লিক করুন।

৬.কথা শেষ হলে আবার মাইক্রোফোন আইকনে ক্লিক করুন

ভাষা পরিবর্তন করবেন যেভাবে-

ভয়েস টাইপিং করার সময়, এমন অনেক বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাবে, যার সাহায্যে মিনিটের মধ্যে ঘণ্টার কাজ শেষ করা যেতে পারে। এছাড়া এর মাধ্যমে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ভাষা বেছে নেওয়া যেতে পারে। এতে বাংলা, ইংরেজিসহ অনেক আন্তর্জাতিক ভাষাও রয়েছে। এর জন্য বাম দিকের ভাষা অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে যে কোনও ভাষা নির্বাচন করার পর ওকে ক্লিক করে দিন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD