মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

ফের কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে /

দেশের ২৭ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যার প্রভাবে ফের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ শুক্রবার (১৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা চিলো ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, উপমহাদেশের উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ এখন অবস্থান করছে বিহার ও তৎসংলগ্ন এলাকায়। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।দেশের কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, যা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD