মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি আশুলিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭টি গাছের চারা রোপণ অটিজম শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন জাতিসংঘের ৭৮তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক গেলেন মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ব্যাংকার স্বামীর বিরুদ্ধে প্রকল্প হস্তান্তর: গ্রাহকদের প্রশংসায় ভাসল ‘রূপায়ণ হাউজিং এস্টেট’ আশুলিয়ায় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের চেতনার আলো ছড়িয়ে দিচ্ছে হাফিজ নাজনীন ফাউন্ডেশন আ.লীগের বডি ল্যাঙ্গুয়েজ সন্ত্রাসীদের মতো: ফখরুল

কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে দর্শকের উপচে পড়া ভীর

সোহেল মিয়া, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে গ্রামীণ জনপদের জনপ্রিয় আয়োজন ঐতিহ্যবাহী ঘোড়দৌড়। ঘোড়দৌড়ের নাম শুনলে এখনো দূর-দূরান্তের গ্রাম থেকে মানুষ ছুটে আসে মাঠে।বসে যায় মেলা পরিবার পরিজন, আত্মীয়-স্বজনের মিলন মেলায় পরিণত হয়। এমনই একটি আকর্ষণীয় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্ৰামের শিয়ালমারা বন্দে।কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রতিযোগিতার আয়োজন করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। এ সময় তাঁর ছোট বোন সৈয়দা রাফিয়া নূর রূপা তার সঙ্গে থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।ঘোড়দৌড় প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। এতে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, ভাইসচেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, মহিলা ভাইসচেয়ারম্যান মাসুমা আক্তার, সাবেক ছাত্রলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ আফাকুল ইসলাম নাটু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পরিকল্পিত কিশোরগঞ্জের সভাপতি প্রকৌশলী শরীফুল ইসলাম (শরীফ), চৌদ্দশত ইউপি চেয়ারম্যান মো. আতাহার আলী প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বড়, মাঝারি ও ছোট এই তিনটি গ্রুপে প্রতিযোগিতায় মোট ৭০টি ঘোড়া অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় বিজয়ী ঘোড়ার মালিকদের মধ্যে বড় গ্রুপের প্রথম পুরস্কার হিসেবে ৫০ হাজার, দ্বিতীয় পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা, মাঝারি গ্রুপের প্রথম পুরস্কার হিসেবে ৩০ হাজার, দ্বিতীয় পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা এবং ছোট গ্রুপের প্রথম পুরস্কার হিসেবে ১০ হাজার, দ্বিতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার হিসেবে ৩ হাজার টাকা প্রদান করা হয়।প্রধান অতিথি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD