জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ৫ শতাধিক অসহায়, হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) বকশীগঞ্জ ধুমালিপাড়ায় ঢাকা চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টির সভাপতি ব্যারিস্টার সামির সাত্তারের নিজস্ব অর্থায়নে তার বাড়িতে এই কম্বল বিতরণ করেন।কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান আক্তার, আক্রাম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী খোকন আকন্দ, প্যানেল মেয়র মিজানুর রহমান, সাইদুর রহমান, আল মোজাহিদ বাবু, রতন ও সাখাওয়াত প্রমুখ।