সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে /

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দানিপ্রোর একটি ৯ তলা ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।ডিনিপ্রোর ডেপুটি মেয়র মিখাইলো লাইসেনকো এক ভিডিওবার্তায় বলেছেন, ‘তারা এসএমএস পাঠিয়ে যাচ্ছেন। নীরবতা বজায় রাখতে আমরা মাঝেমধ্যে উদ্ধারকাজ বন্ধ রাখছি। ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের চিৎকার আসছে।’ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দানিপ্রোর অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।এ ঘটনার পরপরই রুশ আগ্রাসন ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ করতে পশ্চিমা মিত্রদের কাছে আরো অস্ত্র সহযোগিতা চেয়েছেন তিনি।এদিকে দানিপ্রো ছাড়াও ইউক্রেড়ের কিয়েভ, খারকিভ ও ওডেসা শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। যার বেশির ভাগই শহরগুলোর বিদ্যুৎ স্থাপনায় পড়েছে। ফলে ইউক্রেনের বেশিরভাগ এলাকা এখন জরুরি ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।এর আগে, যুক্তরাজ্য জানিয়েছিল, ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করতে তারা দেশটিকে ব্রিটিশ সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধাস্ত্র চ্যালেঞ্জার-২ ট্যাঙ্ক সরবরাহ করবে।এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, এসব ট্যাঙ্ক রাশিয়ান বাহিনীকে ইউক্রেন থেকে সরাতে সহায়তা করবে।তবে এর পাল্টা জবাবে রাশিয়া বলেছে, ইউক্রেনকে আরো অস্ত্র দেওয়া হলে তা রাশিয়ার অভিযানকে ব্যাপক করে তুলবে। তাতে অনেক বেশি সাধারণ মানুষ হতাহত হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD