শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

দেশ-জাতির শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ১২৪ বার পড়া হয়েছে /

আত্মশুদ্ধি, গুনা মাফ, সকল বালা-মছিবত থেকে হেফাজত ও রহমত প্রার্থনার মধ্য দিয়ে শেষ হলো ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের সুরা সদস্য ক্কারী মোহাম্মদ জোবায়ের।এদিন সকালে আখেরি মোনাজাত শুরু হয় সকাল ৯টা ৫৫ মিনিটে। প্রায় ২৫ মিনিট ধরে টঙ্গি তুরাগ তীরসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখতির হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা হাত তুলে প্রার্থনা করেন।সকাল ১০টা ২০ মিনিটে আখেরি মোনাজাত শেষ হয়। মোনাজাতের সময় যে যেখানে দাঁড়িয়ে বা বসেছিলেন সেখান থেকে হাত তোলেন আল্লাহর দরবারে। অনেকে কান্নায় বুক ভাসান। মোবাইল ফোনে ও স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাদে দেশ-বিদেশের আরও কোটি মানুষ একসাথে হাত তোলেন আল্লাহর দরবারে।আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা আবদুর রহমান, পরে তা বাংলায় অনুবাদ করেন আবদুল মতিন। আর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটে। মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন মাওলানা ইবরাহিম দেওলা।ধারণা করা হচ্ছে আখেরি মোনাজাতে প্রায় ৩০ লাখ মুসল্লি অংশ নেন, মুসল্লিদের সুবিধার্থে ইজতেমা ময়দান থেকে পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত মাইকের ব্যবস্থা করা হয়। আখেরি মোনাজাতে শরিক হতে সকাল থেকে ঢাকা, গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে লাখ লাখ মানুষ স্রোতের মতো ছুটে যান ইজতেমা ময়দানের দিকে।মোনাজাতে অংশ নেয়া নির্বিঘ্ন করতে ময়দানের উত্তরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, দক্ষিণে বিমানবন্দর থেকে টঙ্গীমুখী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন বন্ধ করে দেয়া হয়। এ ছাড়া শাখা সড়কগুলো থেকেও কোনো গাড়ি সড়কে ঢুকতে দেয়নি পুলিশ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD