শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

পুলিশের অভিযানে উদ্ধার হল ১৫ লক্ষ টাকার ক্যামিকেল, আটক ২

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ৩০১ বার পড়া হয়েছে /

সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্প নগরীর ২ নং গেট থেকে চুরি হওয়া ১৫ লক্ষ টাকার ক্যামিকেল ও সরবরাহকারী পিক আপসহ ২ আসামিকে আটক করেছে ট্যানারি ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) আনুমানিক ভোর ৫ টার দিকে এস আই রাজিব কুমার সাহা ও এস আই মওদুদ কামালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঢাকার হাজারীবাগ ও সাভারের আশুলিয়া থেকে ২৩ ড্রাম চামড়ায় ব্যবহৃত ক্যামিকেল, ১ কার্টুন ড্রাই ক্যামিকেল ও একটি পিকআপ ভ্যান জব্দ করেছে।আটককৃতরা হলেন, ঢাকার মোহাম্মদপুরের ইব্রাহিম হোসেনের ছেলে পূরণ হাসান (২৬) ও সাভারের আশুলিয়ার আফাজ উদ্দিনের ছেলে জুয়েল আলী (২৫)। তারা ১৪ ই জানুয়ারি রাত আনুমানিক ৪ টার দিকে ট্যানারির ২ নং গেট থেকে এসব ক্যামিকেল চুরি করে। ট্যানারি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রাসেল মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিদেরকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD