সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্প নগরীর ২ নং গেট থেকে চুরি হওয়া ১৫ লক্ষ টাকার ক্যামিকেল ও সরবরাহকারী পিক আপসহ ২ আসামিকে আটক করেছে ট্যানারি ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) আনুমানিক ভোর ৫ টার দিকে এস আই রাজিব কুমার সাহা ও এস আই মওদুদ কামালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঢাকার হাজারীবাগ ও সাভারের আশুলিয়া থেকে ২৩ ড্রাম চামড়ায় ব্যবহৃত ক্যামিকেল, ১ কার্টুন ড্রাই ক্যামিকেল ও একটি পিকআপ ভ্যান জব্দ করেছে।আটককৃতরা হলেন, ঢাকার মোহাম্মদপুরের ইব্রাহিম হোসেনের ছেলে পূরণ হাসান (২৬) ও সাভারের আশুলিয়ার আফাজ উদ্দিনের ছেলে জুয়েল আলী (২৫)। তারা ১৪ ই জানুয়ারি রাত আনুমানিক ৪ টার দিকে ট্যানারির ২ নং গেট থেকে এসব ক্যামিকেল চুরি করে। ট্যানারি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রাসেল মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিদেরকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।