শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন

বেনাপোলে বিভিন্ন মামলায় আটক ১০

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে /

যশোরের বেনাপোলের পোর্ট থানার ওসির নেতৃত্বে মাদকসহ বিভিন্ন মামলায় পলাতক ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেনাপোল পোর্ট থানার ওসি মোঃ কামাল হোসেন ভূঁইয়া জানান, যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে পোর্ট থানা পুলিশ এলাকার বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গভীর রাতে গ্রেপ্তারী পরোয়ানা ও মাদক ব্যবসায়ীসহ পলাতক ১০ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে বেনাপোলের গাতিপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে সোহাগ আলী (২০), ভবেরবেড় গ্রামের রাজুর ছেলে মোঃ মানিক, গাতিপাড়া গ্রামের খুচরাত এর ছেলে লাল্টু হোসেন (১৯), পুটখালী গ্রামের ইমানুরের ছেলে শহিদুল্লাহ (২৪), ভবেরবেড় গ্রামের শামসুর রহমানের ছেলে সুমন (২২), একই এলাকার মৃত শামসুর রহমানের ছেলে আবুল বাশার (৪৫),একই এলাকার পশ্চিম পাড়ার রুস্তম আলীর ছেলে জুলু।এছাড়া পুলিশের নিত্যদিনের অভিযানে মাদক মামলায় ৪০০ গ্রাম গাজাসহ পুটখালী গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে রফিকুল(৪৫), গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আশরাফুল(২৬), ও বড় আচড়া গ্রামের শুকুর আলীর ছেলে শফিকে (৩৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে ও পুলিশ প্রহরায় আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD