বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

আজ জাবি মাতাবেন আসিফ আকবর

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে /

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চে রোববার (২২ জানুয়ারি) হাজারও দর্শককে সুরের মূর্ছনায় মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বলে সম্প্রতি আসিফ তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।এক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘অনেকদিন পর আমি আনন্দিত। আগামী ২২/০১/২০২৩ ইং তারিখ রোজ রোববার ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত নবীনবরণ, বর্ষপূর্তি ও বিদায় সংবর্ধনা ২০২৩ এর প্রোগ্রামে সেলিম আল দীন মুক্তমঞ্চে গান গাইতে আসছেন আসিফ আকবর।’এর আগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে জাবির সেলিন আল দীন মুক্তমঞ্চে সংগীত পরিবেশন করেছিলেন আসিফ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরপর দুটো শোতে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত এ সংগীত তারকা।উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত পর পর ৬ বছর অ্যালবাম বিক্রির দিক থেকে শীর্ষে ছিলেন আসিফ। তার প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ ৫.৫ মিলিয়ন বৈধ কপি বিক্রি হয়েছিল, যা বাংলাদেশের অডিও ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। সদা স্পষ্টভাষী আসিফ আকবর বাংলাদেশের অন্যতম সেরা পুরুষ কণ্ঠশিল্পী যার জনপ্রিয়তা এবং আধিপত্য এখন পর্যন্ত সমানভাবে বিরাজমান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD