শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

গুঞ্জনে কান দেন না পূজা চেরি

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ১৬১ বার পড়া হয়েছে /

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে তার। অল্প সময়ে অভিনয় জগতে বেশ সফল এ অভিনেত্রী।

তবে প্রায়ই সহ অভিনেতাদের সাথে প্রেমের গুঞ্জন শোনা যায় তার নামে। সম্প্রতি ধর্ম ত্যাগ করে শাকিব খানকে বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছে, কিন্তু এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানান নি নায়িকা।

গতকাল রাজধানীর মিরপুরে একটি অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়-‘পূজা যে নায়কের সাথে সিনেমা করে সেই নায়কের সাথে প্রেম করে’-সিনেপাড়ায় এমন গুঞ্জন রয়েছে। এ নিয়ে কী বলবেন?

এর জবাবে ‘পোড়ামন ২’ তারকা বলেন, ‘সমালোচনা তো হবেই। ভালো কাজ করলে আলোচনা-সামালোচনা দুটোই হয়। আমার সঙ্গে কাউকে নিলে এখনও গুঞ্জন হবে। এসবে আমি কান দেই না, বা পাত্তা দেই না। আমি নিজের গতিতে কাজ চালিয়ে যেতে চাই।’

তার বধূ সাজে তোলা ছবি নিয়ে নেটিজেনদের মাঝে গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমি মাঝে মাঝে অবাক হই। ভীষণ হাসি পায়। ভাবি, মানুষ এতো বোকা কেনো। এতোটা বোকা হওয়া উচিৎ না। যারা বোঝার তারা ঠিকই বুঝেছে এটা একটা ফটোশুট ছিল মাত্র। যারা ভুল বুঝেছে তাদের আমি বোকা ছাড়া কিছুই বলব না।’

আমার এবং আমার পরিবারের ইচ্ছে, আমার বিয়ে খুব ধুমধাম ভাবে হবে। আমার যারা কাছের মানুষ আছেন তাদের সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবেন। আমি সবাইকেই আমার বিয়েতে দেখতে চাই। এছাড়া আপনাদের (সাংবাদিক) জানিয়েই বিয়ের পিঁড়িতে বসবো-বিয়ে প্রসঙ্গে এভাবেই বলছিলেন ঢাকাই সিনেমার সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD