কিশোরগঞ্জের ভৈরবে ৭ বোতল বিদেশি মদসহ একজন কে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। ভৈরব থানার এসআই মোঃ আশরাফুল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় শনিবার (২১জানুয়ারি) রাতে ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া সাকিনস্থ নাটালের মোড় সিলেট টু ঢাকা মহাসড়কের ঢাকাগামী পাঁকা রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করে আসামী মোঃ শাহ আলম (১৯) আটক করেন এবং তার হেফাজত হতে মোট ৭ বোতল বিদেশী মদ জব্দ করে হেফাজতে নেন। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।