সাভারে কারখানায় শ্রমিকদের উৎপাদনে উৎসাহ বাড়াতে শ্রমিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এ সভায় শ্রমিকদের সাথে মতবিনিময় করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়।সোমবার(২৩ জানুয়ারি) উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর ১০৬ তম জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমধর্মী এ মতবিনিময় সভার আয়োজন করেন শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি।এ সভায় হেমায়েতপুরে বিভিন্ন কারখানায় কর্মরত সিরাজগঞ্জ ও কাজীপুর উপজেলার কয়েক হাজার নারী ও পুরুষ শ্রমিক অংশগ্রহণ করেন।এসময় সংসদ সদস্য তানভীর শাকিল জয় শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে খোলামেলা আলোচনা করেন ও তাদেরকে উৎপাদনে আরও উৎসাহী হওয়ার আহবান জানিয়ে বাংলাদেশে পোশাক কারখানা গুলো টিকিয়ে রাখতে শ্রমিদের প্রতি আহবান জানান।এসময় সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ভি পি শাহজালাল মুকুল, শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু,সাংগঠনিক সম্পাদক এ জি এস আব্দুর রউফ সরকার পরান প্রমুখ।