শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

আমতলীতে অসহায় শীতার্তদের পাশে ‘ধ্রুবতারা’

ইমরান হোসেন,আমতলী(বরগুনা)
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে /

‘শীতে হাত পাও এ্যাকালে হির হিরাইয়া ওটে, রাইতে একটু ঘুমাইতে পারি না। কত মানসেরে ক‌ই মোরে শিতের কম্বল দিয়েন দিমু দিমু ক‌ইরা কেউ দ্যায়না। বাবারে তোমরা কুমনে গোনে আইয়া দিলা আল্লাহ তোমাগো বাচাইয়া রাখুক আরো দিক।’এভাবে অতিকষ্টে কথাগুলো বলেন শতবর্ষী দিলু বেগম। মাঘের শীতে কাহিল হয়ে পড়ছিলেন তিনি। দরিদ্র এই বৃদ্ধা গরম কাপড়ের অভাকে যবুথবু অবস্থায় ছিলেন। একটি কম্বলের জন্য বিভিন্ন জনপ্রতিনিধির কাছে ঘুরেও তার কপালে জোটেনি। এরই মধ্যে ‘ ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের উদ্যোগে দিলু বেগমের গায়ে তুলে দিলেন কম্বল। এই কম্বলটি পেয়ে খুশিতে আত্নহারা তিনি।বুধবার (২৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এই কম্বল বিতরণ করা হয়।এসময় রোবেকার মতো আরও একাধিক বয়স্ক , প্রতিবন্ধীদের হাতে তুলে দেওয়া হয় মোটা কম্বল।ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আমতলী উপজেলার সভাপতি মোঃ সাইদুর রহমান জানান বয়স্ক, মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী ও ভবঘুরের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ করা হয় ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD