ঢাকার ধামরাইয়ে অবৈধ আকসির নগর হাউজিং এর অবৈধ ব্যানার সাইনবোর্ড আগামী সাতবদিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী।এলাকাবাসীর বরাত দিয়ে ধামরাই উপজেলা প্রশাসন জানায়,কুল্লা ইউনিয়নের মাখুলিয়া গ্রামে বিভিন্ন ফসলী জমি জোর পূর্বক দখল করে সাভারের ব্যাংক কলোনী এলাকার কথিত ভয়ানক দখলবাজ ও হাউজিং ব্যবসায়ী তৌহিদুল ইসলাম আকসির নগর নামের একটি হাউজিং প্রকল্প গড়ে তোলেন। তার এই অবৈধ প্রকল্পের বিরুদ্ধে ওই এলাকার শত শত গ্রামবাসী মানববন্ধন করে আসছিলেন গত কয়েকদিন ধরে।মানববন্ধনের কারণে আকিসর নগর কতৃপক্ষ ওই গ্রাম বাসীর নামে মামলাও দায়ের করে হয়রানী করে আসছিলো গ্রামবাসী। পরে কৃষকদের জমিদখলসহ নানা অভিযোগে অবৈধ এই হাউজিং প্রকল্পটির সকল ব্যানার সাইনবোর্ড অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন। এলাকাবাসী কথিত এই ভয়ংকর দখলবাজ হাউজিং ব্যবসায়ী তৌহিদুল ইসলামের কঠোর শাস্তি দাবি করে তারা জানান.তৌহিদুল ইসলামের খুটির জোর কোথায় ফসলি জমি নষ্ট করে ও দখল করে হাউজিং কোম্পানী গড়ে তুলেছেন যার ফলে এলাকায় ফসলী জমি কমে আসছে ও কৃষকরা দিশে হারা হয়ে পড়েছে।ক্ষতিগ্রস্ত এলাকাবাসী কথিত এই হাউজিং কোম্পানীর মালিকের বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।এবিষয়ে কথিত আকসির নগরের মালিক তৌহিদুল ইসলামের কাছে জানতে একাধীক বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।