মরুর বুকে ইতিহাস লিখেছেন লিওনেল মেসি। গেল মাসে ফুটবলের মহাতারকার হাত ধরে ৩৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ফাইনালে শিরোপা হাতে তুলে দেওয়ার আগে, সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয় মেসিকে। লুসাইল স্টেডিয়ামে লিও মেসিকে বিশত পরিয়ে দেন কাতারের আমির শেখ তামিম।মাস গড়াতেই আবারও মধ্যপ্রাচ্যে পা রাখেন মেসি। এবার জাতীয় দল নয়, নিজের ক্লাব পিএসজির জার্সিতে সৌদি আরবের রিয়াদে এক প্রদর্শনী ম্যাচে অংশ নেন। যেখানে প্রতিপক্ষ ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াদ স্টার একাদশ।কিং ফাহাদ স্টেডিয়ামে সৌদি প্রফেশনাল লিগের ক্লাব আল নাসর ও আল হিলালের যৌথ স্কোয়াডের মুখোমুখি হয়ে, ৫-৪ ব্যবধানে জয় পায় মেসির ক্লাব পিএসজি।সৌদি সফরে মসজিদ আল হারামের সাবেক ইমাম আদিল আল খালবানির সঙ্গে মেসির একটি ছবি এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে হাত মেলাতে দেখা গেছে, আদিল আল খালবানিকে।মেসির পিএসজি সতীর্থ এবং মরোক্কান তারকা আশরাফ হাকিমির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত আদিল আল খালবানি মসজিদ আল হারামের ইমামের দায়িত্বে ছিলেন।