মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে /

আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভারতের পররাষ্ট্র সচিব ভিনয় মোহন কৌয়াত্রা আগামী মাসের মাঝামাঝি সময়ে ঢাকা আসবেন বলে জানা গেছে।মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, আগামী মার্চে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ভারত সফর ও সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে যাওয়ার কথা রয়েছে। এর আগে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।২০২১ সালে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে যে সিদ্ধান্তগুলো নেয়া হয়েছে, সচিবদের বৈঠকে সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।এছাড়াও পানি, বিদ্যুৎ, বাণিজ্য, কানেক্টিভিটি, নিরাপত্তা, লাইন অব ক্রেডিট, রোহিঙ্গা, আঞ্চলিক বিষয়াবলি ও বৈশ্বিক সহযোগিতাসহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনার সুযোগ আছে।এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, সেগুলোর বাস্তবায়ন কোথায় আটকে রয়েছে বা কীভাবে ত্বরান্বিত করা যায়; দুই পররাষ্ট্র সচিবের মধ্যে সেগুলো নিয়ে আলোচনা হবে।আরেক কর্মকর্তা জানান, চলতি বছর বাংলাদেশ-ভারতের মধ্যে ২০টিরও বেশি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছে পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠক, পানিসম্পদমন্ত্রীদের মধ্যে জয়েন্ট রিভার কমিশনের বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহনমন্ত্রী, পরিবেশমন্ত্রীদের মধ্যে বৈঠক। এছাড়া বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ে বৈঠক হওয়ার কথা আছে।পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আগামী মার্চের ১-২ ভারতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনের চেয়ার ভারত এবং অতিথি দেশ হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আগামী জুন অথবা জুলাইতে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD