কিশোরগঞ্জ সদর নগুয়া বটতলা এলাকায় কিশোরগঞ্জে গোয়েন্দা শাখার এক অভিযানে মাদকসহ একজনকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।রবিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় এসআই মোঃ জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।ডিবি সূত্রে জানা যায়, আসামি হবি(৩০)তার বসত ঘরের সামনে নগুয়া বটতলা মোড়ের বাডলিয়াবাড়ি গামী পাঁকা রাস্তার থেকে তিনি আটক হয়। হবি মৃত ইদ্রিসের ছেলে। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও নগদ ২৫২০ টাকা উদ্ধার করে তারা। এ ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে।