জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাট্টাজোর ইউনিয়নের গাজীরবাজার সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শামীম মিয়া নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।শনিবার(২৯ জানুয়ারি)দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া পার্শ্ববর্তী ইসলামপুর উপজেলার গোয়ালেরচর মালমারা এলাকার ইদ্রিস আলীর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম মিয়া লাউচাপরা থেকে মোটরসাইকেল যোগে বকশীগঞ্জ বাজারে আসার পথে গাজীরবাজার এলাকায় একটি ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংর্ঘষে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতালে আসার পথেই মারা যান।বকশীগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।