দীর্ঘ ১৭ বছর পর কিশোরগঞ্জের নিকলী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার, ২৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম,এ আফজলের স্বাক্ষরিত নিকলী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে নেতা কর্মীদের ভোটে নতুন এই কমিটি গঠিত হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, মোহাম্মদ আলী চৌধুরী, গোলাম রহমান গোলাপ, মো. বদরুল আমিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাতেন, আবু তাহের, মো. রফিকুল ইসলাম বরম আলী, অ্যাডভোকেট আবু হানিফ, অনুপম মাহমুদ রুবেল।সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আসাদুল হক লিটন সহ-সাধারণ সম্পাদক পদে, সাবেক ভাইসচেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ভুইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজুর হক আয়াজ, মো. আশরাফ উদ্দিন। আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মাসুদ, কৃষি ও সমবায় সম্পাদক মো. আল আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. খসরুজ্জামান ভুইয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মো. নুরে আলম, র্ধম বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ, প্রচার সম্পাদক মো. শামছুল হক শান্তু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ইমান আলী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাফসান জানি, মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নুর মোহাম্মদ যুব ও ক্রীড়া বিষয়ক মো. সিদ্দিক হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. লতিফুল হক কানন, শ্রম বিষয়ক সম্পাদক মো. তাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো. মোখলেছুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক ডা. শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কারার দেলোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক কারপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকি আমান খাঁন, ও মো. ফরিদ উদ্দিন, সহ দপ্তর সম্পাদক মো. ইসমাইল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলম এবং কোষাধ্যক্ষ পদে বীর মুক্তিযোদ্ধা হাজী মজিদ আলী ।