সাভারের আশুলিয়ায় সন্ত্রাসী হামলায় অন্তত দশ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার আশুলিয়ার বাইপাইলের বগাবাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।সন্ত্রাসী হামলায় আহতরা জানায়,আশুলিয়ার বসুন্ধরা এলাকার মাকছুদা ও মোহাম্মদপুর এলাকার শরিফ মিয়ার মধ্যে বগাবাড়ি এলাকায় কোটি টাকা মূল্যের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জেরে বিকেলে একদল দুর্বৃত্ত বিরোধপূর্ণ জমিতে অবস্থিত মার্কেটের ওয়ার্কশপে প্রবেশ করে কাজ করা প্রায় দশজনকে দেশীয় অস্ত্র ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা টের পেয়ল আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এবিষয়ে আশুলিয়া থানার এস আই এমদাদ বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় আশুলিয়া থানায় পৃথক পৃথক অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।