রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

ঝিকরগাছায় বিদেশি মদসহ মাদক কারবারি আটক

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে /

যশোরের ঝিকরগাছা উপজেলায় ২২ বোতল বিদেশি মদ সহ এক চোরাকারবারিকে আটক করেছে উপজেলা থানা পুলিশ।সোমবার(৩০ জানুয়ারি) আব্দুর রহমান (৪৩) কে আটক করে পুলিশ। আটককৃত মাদক কারবারি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোপাল নগর গ্রামের সুরুজ আলী মালিথার ছেলে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় ২টা, সাতক্ষীরা সদর থানায় ১টা, কোতয়ালী থানায় ১টি মামলা রয়েছে।ঝিকরগাছা থানা পুলিশ জানায় থানার অফিসার ইনচার্জ সুমনের নির্দেশে শনিবার দিবাগত রাতে থানা এলাকায় বিশেষ অভিযানের সময়ে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আব্দুর রহমান ও এসআই মোঃ মেজবাহুর রহমান এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঝিকরগাছা উপজেলা মোড় সংলগ্ন কবির হোটেলের সামনে যশোর-বেনাপোল মহাসড়কের উত্তর পাশে মতলেবের চায়ের দোকানের সামনে থেকে বাইশ বোতল বিদেশি মদসহ মাদকব্যবসায়ী আব্দুর রহমান (৪৩) কে আটক করেন। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ২৪(খ) ধারায় ঝিকরগাছা থানার মামলা দায়ের করা হয়েছে।ঝিকরগাছা উপজেলা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও ৪টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। রবিবার আরও একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD