শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

৫০০ ছাত্রীর মধ্যে একা, জ্ঞান হারালো ছাত্র

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে /

পরীক্ষার হলে জ্ঞান হারিয়ে আলোচনার জন্ম দিয়েছে ভারতের এক শিক্ষার্থী। পরীক্ষার হলে ৫০০ ছাত্রীর মধ্যে সিট পড়ে ওই ছেলের। তাতেই জ্ঞান হারিয়ে ফেলে সে। সম্প্রতি এমন এক ঘটনা ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।সংবাদ সংস্থা এএনআইয়ে জানা গেছে, ঘটনা ঘটেছে বিহারের আলমা ইকবাল কলেজে। ওই ছেলের নাম শঙ্কর। জানতে পারে ৫০০ ছাত্রীর মাঝে সে একাই। একপর্যায়ে পরীক্ষার হলে জ্ঞান হারিয়ে ফেলে।শঙ্করের এক আত্মীয় জানান, দ্বাদশ শ্রেণির ছাত্র শঙ্কর পরীক্ষার হলে ৫০০ ছাত্রীর মধ্যে নিজেকে দেখেই অজ্ঞান হয়ে পড়ে। তার শরীরে জ্বর আছে। তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার আরেক আত্মীয় বলেন, ‘সে পরীক্ষার হলে যায়, সেখানে এতজন মেয়ে দেখেই জ্বর চলে আসে।’শারীরিকভাবে অসুস্থ হওয়ার পরই হাসপাতালে ভর্তি করা হয়েছে শঙ্করকে। চিকিৎসকরা জানান, আপাতত স্থিতিশীল। তার চিকিৎসা চলছে।

সূত্র: এএনআই

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD