বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৫:০২ পূর্বাহ্ন

গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আগামী ১১ ফেব্রুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। ওই দিন ঢাকাসহ সারা দেশে পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি পালন করবে তারা। মিরপুর ১২ নম্বর থেকে পদযাত্রা শুরু হয়ে মতিঝিলে গিয়ে শেষ হবে।বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিদ্যুৎ গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ ১৪ দফা দাবিতে এই কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ।মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আশা প্রকাশ করে বলেছেন, আশা করছি সব বিরোধী দল দেশব্যাপী একই কর্মসূচি ঘোষণা দেবে। এই সরকারকে নাকে খত দিয়ে পদত্যাগে বাধ্য না করে মানুষ ঘরে ফিরবে না বলেও মন্তব্য করেছেন তিনি।যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার দুপুরে পঞ্চম কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ। ‌একই দিনে বিএনপি সহ সম্ভাবনা রাজনৈতিক দলগুলোও কর্মসূচি পালন করছে।গণতন্ত্রের মঞ্চে কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।জোনায়েদ সাকি তাঁর বক্তব্যে সরকারের উন্নয়ন আর স্মার্ট বাংলাদেশ স্লোগানে বিভ্রান্ত না হতে জনগণকে আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়নের নামে সব ফসল লোকেরা ব্যাংক থেকে টাকা লোপাট করে নিয়ে যাচ্ছে। উন্নয়নের নামে রেন্টাল কুইক রেন্টাল লাইসেন্স দেওয়া হচ্ছে। এখন ক্যাপাসিটি চার্জের নামে বসিয়ে বসিয়ে সব পোষ্য লোকদের টাকা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD