মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

চিলিতে দাবানলে জরুরি অবস্থা ঘোষণা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে /

চিলিতে ১৪ হাজার হেক্টরের বেশি জমি দাবানলে পুড়ে গেছে। দেশটির বিভিন্ন জায়গায় সংগঠিত এই দাবানলে কমপক্ষে ১৩ জন প্রাণ হারিয়েছেন এবং গ্রীষ্মকালীন তাপদাহে দেশটির দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির ৩৯টি জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে। চিলিতে িইতোমধ্যে জরুরি অবস্থা জারি করেছে সরকার।বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণের বিওবিও অঞ্চলে সান্তা জুয়ানা শহরের অবস্থান। এই শহরে একজন অগ্নিনির্বাপনকর্মীসহ ১১ জন নিহত হয়েছেন।আর দক্ষিণাঞ্চলের লা অরাকনিয়ায় জরুরি সহযোগিতা কাজে নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে হেলিকপ্টারটির পাইলট ও একজন মেকানিক নিহত হয়েছেন।এদিকে, বিওবিও এবং প্রতিবেশি এলাকা নুবলে কৃষি ও বনায়ন খাতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ৩৯টি জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে এবং এর ফলে শত শত বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কিছু কিছু জায়গায় মানুষজনকে ঘর-বাড়ি ছেড়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD