শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন

পাল্টাপাল্টি কর্মসূচি আওয়ামী লীগ-বিএনপির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে /

সরকার পতন ও ১০ দফা দাবিতে ঢাকাসহ সারাদেশে বিএনপি ও সমমনা জোটগুলোর ১০টি সাংগঠনিক বিভাগীয় সমাবেশ আজ শনিবার (৪ ফেব্রুয়ারি)। এ কর্মসূচির নামে তারা যাতে কোনো সহিংস ঘটনা না ঘটাতে পারে সেজন্য পাল্টা কর্মসূচি নিয়ে সারাদেশে সতর্ক অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বিএনপির বিগত দিনের কর্মসূচি ঘিরে সম্ভাব্য নৈরাজ্য ও সন্ত্রাস ঠেকাতে মাঠে সতর্ক অবস্থানে ছিল আওয়ামী লীগ। গত ১০ ডিসেম্বরের গণসমাবেশ, ৩০ ডিসেম্বরের গণমিছিল, ১১ জানুয়ারির গণ-অবস্থান এবং পরে চার দিনের পদযাত্রাসহ সব কর্মসূচি ঘিরে মাঠে সরব ছিল তারা। এরই ধারাবাহিকতায় আজ শনিবারও বিএনপির সমাবেশের পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে সতর্ক অবস্থায় রয়েছে দলটি। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর অলিগলি, পাড়া-মহল্লা, থানা, ওয়ার্ড ও ইউনিটের দলীয় কার্যালয়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। এর অংশ হিসেবে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এদিকে উত্তর আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে না। তবে উত্তর আওয়ামী যুবলীগ শান্তি সমাবেশ করবে।সূত্র জানায়, আজ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আওতায় ৭৫টি ওয়ার্ডে থাকবে ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতাকর্মীদের সতর্ক পাহারা বসেছে। আর ২৪ থানার মূল পয়েন্ট কিংবা মোড়ে থানা সভাপতি-সাধারণ সম্পাদকরা অবস্থান নিয়ে পরিস্থিতি তদারক করবেন। কেন্দ্রীয় ও মহানগর নেতারা বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দেবেন প্রয়োজনীয় দিকনির্দেশনা।রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামলী, ফার্মগেট, মিরপুর, গাবতলী, শাহবাগ, পল্টন, নয়াপল্টনের আশপাশে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, মগবাজার, মালিবাগ, রামপুরা, পুরান ঢাকার নয়াবাজার, জজ কোর্টসহ গুরুত্বপূর্ণ পয়েন্টসহ পাড়া-মহল্লায়ও পাহারায় রয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফী বলেন, বিএনপি যদি ঢাকাসহ বিভাগীয় পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করে আমাদের কোনো আপত্তি নেই। তবে কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে। একই সঙ্গে আমরা রাজধানীর কামরাঙ্গীরচরে বেলা ৩টায় শান্তি সমাবেশ করব।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD